Site icon suprovatsatkhira.com

করোনার সংক্রমণ রোধে হাইজেনিক বিতরণ সকলের উপকারে আসবে-এমপি রবি

নিজস্ব প্রতিনিধি : কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাইজেনিক কিডস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ’র শহীদ মিনার চত্বরে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিজয়ের মাসে উপস্থিত সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং আগামী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে জার্মান সরকারের দেওয়া কে.এফ.ডবøু প্রকল্প বাস্তবায়ন হলে সাতক্ষীরা পৌরসভার চেহারা পাল্টে যাবে। কারিতাস বাংলাদেশ’র উদ্যোগ করোনার সংক্রমণ রোধে হাইজেনিক বিতরণ সকলের উপকারে আসবে। করোনা ভাইরাস বিশ্ব থেকে খুব সহজে নির্মূল হবে না। করোনা প্রতিরোধে নিরাপদ সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সচেতনতার সাথে করোনা প্রতিরোধ করতে হবে। জনসম্মুখে হাঁচি-কাশি দেওয়া ও যেখানে সেখানে থুতু এবং ময়রা ফেলা যাবে না। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে করোনাকালীন সময়ে কীভাবে হাঁচি-কাশি দিতে হবে তা শিখিয়ে দিয়েছেন। মহান আল্লাহর রহমতে আগামী জানুয়ারি মাসের যে কোন দিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব চালু করা হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রোফেসর আমানউল্লাহ আল-হাদী, কারিতাস বাংলাদেশ’র আঞ্চলিক পরিচালক দাউত জীবন দাস, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলার সৈয়দ মাহমুদ পাপা, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা’র মাঠ কর্মকর্তা প্রতাপ সেন ও বিপ্লব সাহা প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌর এলাকার ৬৪৪ টি পরিবারের মাঝে কারিতাস বাংলাদেশ’র উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল বালতি, সাবান, হুইল পাউডার, টুথপেস্ট, টুথব্রাশ, প্লাস্টিক মগ, বার্থ সোপ ৪টি, পাডসহ বিভিন্ন হাইজেনিক কিডস বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version