Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে তামাক সেবন ও অপব্যবহার বন্ধে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে তামাক সেবন ও তামাকজাত দ্রব্যের অপব্যবহার বন্ধের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে কর্মশালায় অংশ নেন মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষকবৃন্দ। কর্মশালার সমন্বয়ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসাবে কর্মশালার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী। জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ডা.শাহীনুর খাতুনের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপন বিশ্বাস ও প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। কর্মশালা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ‘আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসাবে গড়ে তোলা’ বাস্তবায়নে উপস্থিত সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে “ধূমপান এবং স্বাস্থ্য সম্মত জীবন” সংবলিত পোস্টার বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version