স্টাফ রিপোর্টার : সদর উপজেলার বল্লী ইউনিয়ন তহসিলদারের হস্তক্ষেপে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। স্থানীয়দের দেয়া তথ্যে ভিত্তিতে রবিবার (২২ নভেম্বর) ইউনিয়নের আমতলা গ্রামের মৃত গফফার মোড়লের পুত্র হাবিবুর বাসার হাবিবের মৎস্য চাষের জমি থেকে বালু উত্তোলন প্রস্তুতি নেওয়ার সময় তার কাজ বন্ধ করে দেয়া হয়। স্থানীয়রা জানায়, বেশ কয়েক দিন আগে থেকে হাবিবুর বাসার তার জমি থেকে বালু উত্তোলনের জন্য পানির ভিতর দিয়ে পাইপ জুড়ে ৩শ’ গজ দুর থেকে ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করার চেষ্টা করে আসছিল। এ ঘটনায় তারা ইউনিয়ন তহসিলদার মহাসিন আলীকে মৌখিক অভিযোগ করেন। পরবর্তীতে ওই তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে হাবিবুর বাসার বলেন, ‘আমার জমি থেকে আমি বালু ওঠাব তাই কি হবে’। এ বিষয়ে তহসিলদার মহাসিন আলী জানান, ‘আগামী কালকের মধ্যে পাইপ সহ ড্রেজার মেশিন তুলে নিতে বলেছি। এরপরও যদি আইন অমান্য করে বালু উত্তোলন করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।