নভেম্বর ২, ২০২০
পাটকেলঘাটায় মাওলানা রেজাউল করিমের মাতা আর নেই
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার বিশিষ্ট আলেমেদ্বীন জাতীয় মুফাসসির পরিষদের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মাও. রেজাউল করিমের মাতা রাবেয়া বেগম (৭২) আর নেই (ইন্না… রাজিউন)। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন। শুক্রবার বিকালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে প্রথমে সাতক্ষীরা সিবি হাসপাতালে পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। রবিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার সকাল ১০ টায় পাটকেলঘাটা পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাও. আমিরুল ইসলাম বেলালী, পরিষদের খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক মাও. তবিবুর রহমান, সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মরহুমার বড় পুত্র মাও. রেজাউল করিম, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল কুদ্দুস, মাও. আফছার উদ্দীন, মাও. জালাল উদ্দীন, মাও. ইয়াছিন আরাফাত, মাও. আবূ মছা, আল ফারুক একাডেমির অধ্যক্ষ আব্দুল হালিম, বিশিষ্ট সমাজ সেবক ডা. মাহমুদুল হক, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের অধ্যাপক গাজী সুজায়েত আলী, কবিলমুণী ডিগ্রি কলেজের অধ্যাপক মরহুমার ছোট ভাই অধ্যাপক ইয়াছিন আলী, আ’লীগ নেতা আনছার উদ্দীন, আতিয়ার রহমান প্রমুখ। এছাড়া জানাজায় অসংখ্য ওলামায়েকরাম ও গণ্যমান্য ব্যক্তি অংশ গ্রহণ করেন। 8,570,753 total views, 9,458 views today |
|
|
|