নভেম্বর ২১, ২০২০
তালার লাউতাড়া গ্রামে বালাই নাশক ভেজাল ঔষধ তৈরির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : তালার লাউতাড়া গ্রামে বহু অপকর্মের হোতা জাহাঙ্গীর হোসেনর বিরুদ্ধে এবার বালাই নাশক ভেজাল ঔষধ তৈরির অভিযোগ উঠেছে। জাহাঙ্গীর হোসেনের তৈরি ওই ঔষধ কেনার পর কৃষকরা কাক্সিক্ষত ফলাফল না পেয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা গেছে, কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে প্রতারণার কারণে এলাকা থেকে উৎখাত হয়ে বিগত ৫/৬ বছর তালার লাউতাড়া গ্রামে বসবাস করছে। লাউতাড়া উত্তর বিলে নাম-সর্বস্ব একটি মৎস্য ঘের করে জাহাঙ্গীর ও তার আপন ভাই আলমগীর হোসেনকে নিয়ে জমজমাট প্রতারণার ব্যবসায় চালাচ্ছে। তাদের দু’ভাইয়ের অভিনব সব প্রতারণার শিকার হচ্ছে নিরীহ এবং সহজ-সরল মানুষ। এলাকার সরদার মশিয়ার, তালার মনিরুল মন্টু সহ একাধিক ব্যক্তি জানান, প্রতারক জাহাঙ্গীর হোসেন লাউতাড়া গ্রামে তার কথিত মাছের ঘেরের বাসায় ঘাস সহ ক্ষেতের অবাঞ্ছিত উদ্ভিদ নিধনে কৃষকদের প্রয়োগ করার বালাই নাশক ঔষধ তৈরি করছে। বাজার থেকে বালাই নাশক ঔষধ কিনে এনে সেই ঔষধের সাথে পানি সহ অন্যান্য রাসায়নিক মিশিয়ে ভেজাল ঔষধ তৈরি করে তা প্রতিষ্ঠিত ঔষধ কোম্পানির নামে বাজারজাত করছে। এলাকার বিভিন্ন সার ও কীটনাশকের দোকান থেকে কৃষকরা ওই ভেজাল ঔষধ কিনে প্রতারিত হচ্ছে। 8,606,691 total views, 14,570 views today |
|
|
|