নভেম্বর ২৬, ২০২০
শ্যামনগরে স্বাস্থ্য কর্মীদের কর্ম বিরতি
শ্যামনগর অফিস : ‘‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’’- এ শ্লোগানে বেতন বৈষম্য নিরসনের দাবিতে শ্যামনগরে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য-কর্মীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের শ্যামনগর উপজেলা সভাপতি মেফতাউল হক (রাজিব) ও সাধারণ সম্পাদক ভবসিন্ধু মন্ডল জানান, স্বাস্থ্য পরিদর্শক- ১১ গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক- ১২ গ্রেড ও স্বাস্থ্য সহকারী- ১৩ গ্রেড এবং প্রশিক্ষণ পরবর্তী স্বয়ংক্রিয় ভাবে ১১ তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের যৌক্তিক দাবিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন স্বাস্থ্য পরিদর্শক কুদরত-ই-ইলাহী। 8,647,206 total views, 3,558 views today |
|
|
|