নভেম্বর ২১, ২০২০
সুন্দরবনে ফের বন-দস্যুতা: অস্ত্র ও নৌকা উদ্ধার
ডেস্ক রিপোর্ট : সুন্দরবনে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় একনলা বন্দুক ও নৌকা উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কৈখালী টহল দল। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় শ্যামনগরের তালপট্টি অফিস খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রও নৌকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সুন্দরবনে ফের বন-দস্যুতার জানান দিচ্ছে বলে ধারণা করছেন সচেতন মহল। কোস্ট গার্ড অফিস সূত্রে জানা গেছে, কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কৈখালী টহল দল তালপট্টি অফিস খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বন-দস্যু মাসুম এবং সেলিম বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। এ সময় বন-দস্যুদের ব্যবহৃত একটি দেশীয় একনলা বন্দুক ও কাঠের নৌকা ফেলে যায়। তবে বন-দস্যুদের আটক করতে ব্যর্থ হয় কোস্ট গার্ডের ওই টহল দল। পরে উদ্ধারকৃত বন্দুক ও নৌকা শ্যামনগর থানায় হস্তারন্তর করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা সাব লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম জানান, ‘বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে’। 8,647,179 total views, 3,531 views today |
|
|
|