Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় ৪০ হাজার পিছ পাতার বিড়ি জব্দ, গ্রেপ্তার চোরাচালানী

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪০ হাজার পিছ ভারতীয় পাতার বিড়ি জব্দসহ এক চোরাচালানীকে করেছে। বুধবার ভোরে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের পাশ থেকে উক্ত পাতার বিড়িসহ চোরাচালানীকে আটক করা হয়।
আটক চোরাচালানীর নাম আলমগীর হোসেন মন্ডল @ মন্টু (৪০)। সে সদর উপজেলার কুশখালী ইউনিয়নের মৃত. লুৎফর সরদারের ছেলে।
র‌্যাব-৬ এর সিনিয়র এএসপি সোহেল পারভেজ জানান, তার নেতৃত্বে (সাতক্ষীরা সিপিসি-১) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় সদর থানার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় কতিপয় ব্যক্তি ভারত থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পাতার বিড়ি ক্রয়-বিক্রয় করার সময় চোরাচালানী আলমগীর হোসেন মন্ডলকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ৪০ হাজার পিছ ভারতীয় পাতার বিড়িসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, আটক চোরাচালানীর নামে ২৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version