নভেম্বর ৩০, ২০২০
শ্যামনগরে প্রতিবন্ধী হাবিবুরের ত্রাণ বিতরণ
এস,এম মোস্তফা কামাল : শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান নিজ উদ্যোগে আম্পান ক্ষতিগ্রস্ত এলাকায় এবার ‘আটা’ বিতরণ করেছেন। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার দিকে তিনি আম্পানে ক্ষতিগ্রস্ত শ্যামনগরের বণ্যাতলা, আশাশুনির প্রতাপনগরের পানি বন্দী ১শ’ ১০টি পরিবারের মধ্যে নৌকাযোগে ২কেজি করে ‘আটা’ বিতরণ করেন। শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান নিজ প্রচেষ্টায় বন্ধু মহল ও সমাজের বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের সহায়তা নিয়ে দীর্ঘ ৮ মাস ধরে করোনা ভাইরাস মহামারিতে নিজ এলাকায় জনসচেতনতায় সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণু নাশক স্প্রে, মাস্ক, সাবান বিতরণ ও আম্পান পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আটা, চাল, ডাল, সবজি, তৈল,লবণ, কম্বল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম,আবুজর গিফারীর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ হাজার টাকা প্রদান করেছিলেন শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান। শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান ক্রীড়া ক্ষেত্রে ফুটবল ও ক্রিকেট খেলায় দেশের বিভিন্ন জেলায় প্রতিবন্ধীদের উদ্যোগে খেলায় সফলতা পেয়েছেন। ২ ভাই ও ৩ বোনের মধ্যে হাবিবুর রহমান সবার ছোট হলেও তার কর্মকান্ড বড়ই মহৎ। তার এ ধরনের কর্মকান্ড এলাকায় বিবেকবানদের বিবেক জাগ্রত করেছে। তার জনহিত কর্মকান্ডের বিভিন্ন সামগ্রী বিতরণ কার্যক্রমে সর্বদা সহতায় করেন-মাসুদুর রহমান মুন্না, মারুফ হোসেন শামীম, সাকিব হোসেন, মারুফ হোসেন বাবু, জাহিদ হাসান রিয়াদ প্রমুখ। শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান জানান, সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্তাব্যক্তি বা বিত্তবানরা স্ব স্ব অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার। আসন্ন শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বা সহায়তায় এগিয়ে আসতে আহŸান জানান শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান। 8,647,170 total views, 3,522 views today |
|
|
|