Site icon suprovatsatkhira.com

শীতে করোনা মুক্ত থাকতে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করতে হবে-এমপি রবি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মহামারি করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় শহরের সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. আব্দুর রহিম বাবু’র সৌজন্যে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি কাজী কবিরুল হাসান বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বাজারে প্রচুর লোক সমাগম হয় সে কারণে করোনার ঝুঁকি বেশি। সে কারণে বাজারে ক্রেতা-বিক্রেতা সকলকে মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে করোনার সংক্রমণ রোধে সজাগ থাকার আহŸান জানিয়েছেন। সকলকে করোনা মুক্ত থাকতে হবে। মাস্ক পড়লে ধুলা-বালি মুক্ত থাকা যায় এবং পরিবেশ দূষণে যেখানে সেখানে মানুষ থুতু ফেলা থেকে বিরত থাকা যায়। আমাদের মানুষিকতা পরিবর্তন জরুরী। সুলতানপুর বড় বাজারকে আধুনিকায়ন করতে উদ্যোগ গ্রহণ করা হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে সকল প্রকার উন্নয়ন সম্ভব। শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. আব্দুর রহিম বাবু করোনার সংক্রমণ রোধে সকলের মাঝে মাস্ক বিতরণ করছে এটা একটি মহতী উদ্যোগ। আব্দুর রহিম বাবু’র মত সমাজের অন্যান্যদের এগিয়ে আসার আহŸান জানান এবং সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার আহŸান জানান এমপি রবি’। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান। এ সময় পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহ-সেক্রেটারি রজব আলী খাঁ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আনারুল ইসলাম, নির্বাহী সদস্য কবিরুল ইসলাম, মহিদুল ইসলাম, রায়হান গাজী, সুলতানপুর বড় বাজার লেবার শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সেক্রেটারি মোনতেজ আলী ও আব্দুল হাকিমসহ শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version