Site icon suprovatsatkhira.com

রমজাননগরে বিকাশ প্রতারণার ফাঁদে দিন মজুর

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে বিকাশ প্রতারণার ফাঁদে ১০ হাজার ২শ’ ৩৫ টাকা খুইয়েছেন দিন মজুর আবু মহাসীন। এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী মোছা. মর্জিনা বেগম সোমবার (৩০ নভেম্বর) শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় , সোরা গ্রামের মো. আবু মহাসীন জীবিকার তাগিদে মাদারীপুরের চর্মগোড়ায় কৃষি কাজ করতে যায়। গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে আবু মহাসীন ০১৭৯৫-৯৭৪২৩৫ বিকাশ নং থেকে বাড়ির বিকাশ নং ০১৭৩৪-৭৩৮৭৮৮ তে ১০ হাজার ২শ’ টাকা প্রদান করে। ২৪ নভেম্বর বিকেলে বিকাশের দোকান থেকে টাকা উত্তোলন করতে গেলে দেখা যায় বিকাশ অ্যাকাউন্টে টাকা নেই। এ সময় বিকাশ কর্তৃপক্ষের সাহায্যে নিয়ে জানা যায় ২৪ নভেম্বর সকাল ৭টা ৫৯ মিনিটে ০১৭২০-৬৫৩৯৫১ বিকাশ নং এ উক্ত টাকাসহ সর্বমোট ১০ হাজার ২শ’ ৩৫ টাকা সেন্ট করে নিয়েছে। ০১৭২০-৬৫৩৯৫১ মোবাইল নং এ যোগাযোগ করা হলে সে জানায় উক্ত টাকা তার অ্যাকাউন্ট থেকে ০১৩০৬-৬১৮০৫৯ বিকাশ নং এ সেন্ট করে নিয়েছে বিকাশ হ্যাকার। এর পর থেকে ০১৭২০-৬৫৩৯৫১ ও ০১৩০৬-৬১৮০৫৯ মোবাইল নং দুটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে মোবাইল মারফত বিকাশ অফিসে একটি অভিযোগ দায়ের করা হয়েছে যার নং – ৮১৭৮৬২০। এ বিষয়ে মহাসীনের স্ত্রী জানান, আমার স্বামী বহু কষ্ট করে দিন মজুর দিয়ে টাকাটি পাঠিয়েছিল। কিন্তু প্রতারক চক্র টাকাটি হাতিয়ে নিয়েছে। আমার দুই কন্যা স্কুলে পড়ে এবং একজন শিশু কন্যা আছে। টাকাটি খোয়া যাওয়ায় বর্তমানে আমরা খুবই কষ্টের ভিতরে দিন যাবন করছি। ভুক্তভোগী পরিবারটি প্রতারক চক্রের হাত থেকে টাকা উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version