Site icon suprovatsatkhira.com

রমজাননগরে অধিপরামর্শ সভা

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সুন্দরবন অঞ্চলের আদিবাসী মুন্ডাদের ভূমি অধিকার এবং জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানোর সক্ষমতা নিশ্চিত করণ প্রকল্পের আওতায় অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর আয়োজনে কাপেং ফাউন্ডেশনের সহযোগিতায় ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বুধবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় রমজাননগর ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সামসের সভাপতি গোপাল মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ভূমি অফিস সহকারী তপন কুমার মন্ডল। এ সময় ইউপি সদস্য মো. ফারুক হোসেন, গাজী সোহরাব হোসেন, মো. হায়াত আলী, মো. মহসিন, আঃ হামিদ লালটু ও সামস এর প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের ভূমি অধিকার বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর ল²ী রানী মুন্ডা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version