Site icon suprovatsatkhira.com

মুন্সিগঞ্জে অবৈধ ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক কিশোর

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে অবৈধ ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৪ বছর বয়সী এক কিশোর। আহত ওই কিশোর ইউনিয়নের কুলতলি গ্রামের শুম্ভ মাঝির ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সুমন মাঝি (১৪)। স্থানীয় সচেতন মহল জানায়, ‘দীর্ঘদিন ধরে অবৈধ ডিস লাইনের ব্যবসা করে আসছে মুন্সিগঞ্জ এলাকার সাগর ও অচিন্ত্য রাজ নামে দুইজন ডিস ব্যবসায়ী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুলতলি ব্রিজের কাছে চার জংশনের বৈদ্যুতিক খুঁটিতে ডিস লাইনের তার টানানোর কাজ করছিল সুমন। এ সময় বিদ্যুতের লাইন বন্ধ না করে সুমন মাঝিকে বিদ্যুতের তারের সাথে ডিস লাইনের তারের সংযোগ দেওয়ার নির্দেশ দেয় অবৈধ ডিস ব্যবসায়ীরা। যার ফলশ্রæতিতে সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন সুমন। সুমন বিদ্যুতের সংস্পর্শে আসলে ডিস ব্যবসায়ী অচিন্ত্য ও সাগর সুমনকে বাঁচানোর চেষ্টা না করে দৌড়ে পালিয়ে যায়। সেই মুহ‚র্তে ঘটনাস্থলে থাকা কুলতলি সাত্তার গাজীর ছেলে বাবু, গোলাম রসুলের ছেলে মহাসিন ও ধীরেন্দ্র নাথের ছেলে দিপান নিজেদের জীবন বাজি রেখে খুঁটির মাথায় উঠে সুমনকে উদ্ধার করে শ্যামনগরে হাসপাতালে পাঠিয়ে দেয়’। এ বিষয়ে আহতের ওই কিশোর সুমনের পিতা শুম্ভ মাঝি জানান, ‘আমার ছেলেকে ডিস লাইনের কাজে না নিয়ে যাওয়ার জন্য অচিন্ত্য ও সাগরকে কয়েকদিন নিষেধ করেছি। কিন্তু তারা আমার কথা অমান্য করে আমার ছেলেকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আমি তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি’। তিনি আরও জানান, ‘মারাত্মকভাবে আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় পাঠিয়েছেন শ্যামনগর হাসপাতাল কর্তৃপক্ষ’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version