Site icon suprovatsatkhira.com

মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা ল’কলেজের হলরুমে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি অ্যাড. এসএম শরিফ আজমীর হুসাইন রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ অ্যাড. এস.এম. হায়দার। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি উম্মে রোকাইয়া খানম ডেইজী, নুর মোহাম্মদ, হাসানুর রহমান, মো.জিয়াউল হক, অতুল কুমার ঘোষ, ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপন, যুগ্ম-সম্পাদক কবিরুল ইসলাম, জাহিদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির, সহ-দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন গাজী, সহ-প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক অনুজিৎ কুমার মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল হুদা ফুল, দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা খাতুন খুকুমনি, সাংস্কৃতিক সম্পাদক আসিফুল আলম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম, ঋণ ও সঞ্চয় বিষয়ক সম্পাদক গোলাম হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার পাল, কার্যকারী সদস্য রফিকুল ইসলাম, ইব্রাহিম মোল্লা, মো.হোসেন আলী, সদর উপজেলা শাখার সভাপতি আবিদ হাসান টিটু, সাধারণ সম্পাদক এইচ এম আনারুল ইসলাম সান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এসএম বিপ্লব হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। সভায় প্রধান অতিথির বক্তব্যকালে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও মিথ্যাচার প্রতিরোধে মানবাধিকার কর্মীদের ভূমিকা গুরুত্বপুর্ণ। মানবাধিকার কর্মীদেরকে সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবানসহ মানবাধিকার ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা জেলার অসহায় এবং হতদরিদ্রদের পাশে দাড়াতে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার প্রত্যেক কর্মী সর্বদা প্রস্তুত। এ সময় সংগঠনের দায়িত্বশীলগণ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version