Site icon suprovatsatkhira.com

মাগুরায় আগাম নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটারদের দ্বারে-দ্বারে, পাড়া-মহল্লায় আর চায়ের দোকানে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তালা উপজেলার মাগুরা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা। পাশাপাশি দলীয় নেতৃবৃন্দের সাথে লবিং আর সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নে সর্বত্রই চলছে নির্বাচনি আমেজ। তবে দলীয় মনোনয়ন পেতে অনেক হাইব্রিড নেতারাও দৌড় ঝাঁপ শুরু করেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। আবার অনেকে প্রার্থী হতে একে অপরের দোষ ত্রæটি ভোটার ও দলীয় সমর্থকদের মাঝে তুলে ধরার চেষ্টা করছেন। ইউনিয়নে বিভিন্ন এলাকায় দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, পোস্টার, ব্যানার, লিফলেট, ফেস্টুন দিয়ে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ইতোমধ্যে প্রার্থী হতে ইউনিয়নে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান গনেশ দেবনাথ, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরুণ নেতা উত্তম কুমার সেন, সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ মুখার্জী, মাসুদ বিশ্বাস আ’লীগ নেতা সুনীল দাশ। বিএনপির প্রার্থী ডা. ঈমান আলী, ওয়ার্কার্স পার্টির তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিরন্ময় মন্ডল। এছাড়া সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ূব আলী প্রার্থী হতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মাগুরা ইউনিয়ন পরিষদের তথ্য মতে, ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬ হাজার ১শ’ ৮জন, এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১শ’ ও মহিলা ৮ হাজার ৪শ’ জন। বিগত ২০১৬ সালের ২২ মার্চ ইউপি নির্বাচনে তালা উপজেলার মাগুরা ইউনিয়নে নৌকার প্রার্থী গনেশ চন্দ্র দেবনাথ ৪ হাজার ৯শ’ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্ব›দ্বী প্রার্থী অধ্যাপক আয়ুব আলী ৪ হাজার ১শ’ ৬১ ভোট পায় এবং ওয়ার্কার্স পার্টির হীরন্ময় হাতুড়ি প্রতীকে ৩ হাজার ৪শ’ ৪৪ ভোট পায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version