Site icon suprovatsatkhira.com

ভিডিও গেমসে আসক্ত হচ্ছে শিশু কিশোররা

মাসুদ রানা মিঠু, বাঁশদাহ প্রতিনিধি : মহামারি করোনার প্রকটে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীরা এখন অবসর সময় কাটাচ্ছে। অবসর সময়ে এ সকল শিশু কিশোরেরা বিভিন্ন ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়েছে। ফ্রি ফায়ার ও পাবজীসহ নানা ধরনের ভিডিও গেম রয়েছে অনলাইন বাজারে। এ সকল গেমস্ েআবার চলে নানা ধরনের জুয়া। বিট কয়েন ও গেমিং ডলারের মাধ্যমে এখানে লেনদেন করা হয়। সাধারণত শিশু কিশোরেরা ভিডিও গেম খেলতে পছন্দ করে। এজন্য এই সুযোগ নিয়েছে গেমিং কোম্পানিগুলো। এখানে গেমের স্টেপ পূরণ করার জন্য প্রয়োজন হয় পয়েন্ট। আর এই পয়েন্ট কিনতে হয় বিট কয়েন ও গেমিং ডলারের মাধ্যমে। এছাড়া বিভিন্ন সিন্ডিকেট আবার গেমিং টুর্নামেন্টের মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করে। যেখানে চলে বৃহৎ জুয়া। এই ভিডিও গেমে আসক্তির ফলে শিশু কিশোরেরা পড়ালেখা থেকে দুরে সরে যাচ্ছে। অনিশ্চিত হয়ে পড়েছে তাদের শিক্ষা জীবন। এই আসক্তি থেকে শিশু কিশোরদের দুরে সরাতে হলে বাবা-মায়েদের বড় ভূমিকা পালন করতে হবে বলে মনে করছেন সমাজের সচেতন মহল। তবে সঠিক মনিটারিং এর মাধ্যমে এ সকল শিশু কিশোরদের এই আসক্তি থেকে দুরে রাখা সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের পরামর্শ হলো, কোনোভাবে যেন শিশুরা এন্ড্রয়েড মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখা, শরীরচর্চাসহ নান খেলা ধুলাতে মনোনিবেশ করা, নানা ধরনের বই পড়ায় আগ্রহী করে তোলা।
সদরের বাঁশদাহে এক শিক্ষার্থীর মায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার সন্তানদের কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করতে দেই না। কিন্তু তারপরও তারা অন্য ছেলেদের সাথে মিশে তাদের মাধ্যমে এ সকল গেম খেলছে। কুশখালীর আর একজন অভিভাবক জানান, আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে কোনো ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হোক। তাহলে এ ধরনের আসক্তি থেকে শিশু কিশোরেরা বেরিয়ে আসবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version