Site icon suprovatsatkhira.com

বিশ্ব শিশু দিবসে সুবিধা-বঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট : বিশ্ব শিশু দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরায় সুবিধা-বঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ‘প্রথম প্রহরে ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে সদর উপজেলা ডিজিটাল কর্নারে আলোচনা সভা শেষে শিশুদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রথম প্রহরে ফাউন্ডেশন সাতক্ষীরার সভাপতি মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম অন্তরের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোমেন, লুইস রানা গাইন, আসমা- উল-হুসনা, মাহফুজ আহমেদ। এর আগে বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণ কারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রথম প্রহরে ফাউন্ডেশন সাতক্ষীরা পূর্ববর্তী সকল প্রোজেক্ট সফলভাবে সম্পন্ন করায় প্রোজেক্ট লিডারদেরকে সম্মানসূচক সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি। এছাড়া বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রথম প্রহরে ফাউন্ডেশন সাতক্ষীরার চলমান প্রোজেক্ট বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা এর শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় প্রথম প্রহরে ফাউন্ডেশন সাতক্ষীরা টিমের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. শাহাদাত জামান শান্ত, কার্যনির্বাহী সদস্য আরিফ হোসেন, ফারহাদ হোসেন, হৃদয় মন্ডল, আরিফুল ইসলাম, মোস্তফা কামাল, মো. রাজু আহমেদ, সৈয়দ এনামুল হাসান, আয়েশা বিনতে আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version