Site icon suprovatsatkhira.com

পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে পিঠা উৎসব

নিজস্ব প্রতিনিধি : বর্ণিল আয়োজনে জেলা পুলিশের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকালে পুলিশ লাইনস প্রাঙ্গণে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাতক্ষীরার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের সহধর্মিণী শামসুন নাহার বিউটি। পুনাক সাতক্ষীরার সভানেত্রী নাদিয়া আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক পতœী লাভলী কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মির্জা সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, এএসপি (দেবহাটা সার্কেল) ইয়াসিন আলী, ডি আই ১ মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবুসহ ৮টি থানার ওসি এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। এসময় সাতক্ষীরার সকল থানার উদ্যোগে পিঠার স্টল দিয়ে রকমারি পিঠার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। এর মধ্যে দুধকুলি ও জামাই পিঠার চাহিদা ছিল বেশি। পিঠা উৎসবে প্রথম স্থান অধিকার করেন সাতক্ষীরা সদর থানা, দ্বিতীয় স্থান অধিকার করেন তালা থানা, তৃতীয় স্থান অধিকার করেন আশাশুনি থানা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version