Site icon suprovatsatkhira.com

দেবহাটা উপ-নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়ন দাখিল: সরে দাঁড়ালেন আলফা

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের আসন্ন উপ-নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করা পাঁচ প্রার্থীর মধ্যে নির্ধারিত সময়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান সহ তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১৫ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় বিকাল ৫ টার মধ্যে এসকল প্রার্থীরা দেবহাটা উপজেলা নির্বাচন অফিসার সেখ শরিফুল ইসলামের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ মনোনীত মুজিবর রহমান ছাড়াও অপর যে দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন পিপলস পার্টির প্রার্থী অজিয়ার রহমান ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের ভাগ্নে ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম। এর আগে মনোনয়ন সংগ্রহের শেষ সময়ের মধ্যে উল্লেখিত তিন প্রার্থী ছাড়াও নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। তাদের মধ্যে থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিদ্রোহী প্রার্থী না হয়ে বরং নৌকা প্রতীকের প্রার্থী মুজিবর রহমানকে সমর্থনের সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র দাখিল করেননি এবং জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফাও নিজের মনোনয়নপত্র জমা না দিয়ে সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে মুজিবর রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। রবিবার মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল করেননি আলফা। পরে সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাব হলরুমে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলফা বলেন, আমি দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। শুধু আমি নয়, আরো একাধিক প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বিক বিষয় বিবেচনা করে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের দুই বারের নির্বাচিত সভাপতি মুজিবর রহমানকে দলীয় মনোনয়ন প্রদান করে নৌকার মাঝি হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার এ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের পরামর্শে নৌকার মাঝি মুজিবর রহমানকে সমর্থন জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। একই সাথে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি দেবহাটা উপজেলাবাসীকে নৌকা প্রতীকের প্রার্থী মুজিবর রহমানকে ভোট দিয়ে উপজেলার উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্যও আহŸান জানান আলফা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version