Site icon suprovatsatkhira.com

দেবহাটা উপজেলা পরিষদ উপ-নির্বাচন ১০ ডিসেম্বর

কাদের মহিউদ্দীন : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন। উপ-নির্বাচনে ৩জন প্রার্থীকে মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার মাঝি হিসাবে দায়িত্ব পেয়েছেন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। অপর দিকে জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী হিসাবে কেন্দ্রীয় কমিটির সদস্য মো. অজিয়ার রহমান নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন। ইতিমধ্যে সর্বত্রই দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন নিয়ে সমগ্র উপজেলা জুড়ে নির্বাচনের আমেজ বিরাজ করছে। এ নির্বাচনে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ৪০টি কেন্দ্রে ১লক্ষ ২হাজার ৬শ’ ৫৬জন ভোটার যার মধ্যে পুরুষ ৫১ হাজার ৬শ’ ১৭জন এবং মহিলা ৫১ হাজার ৩৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, ৩জন প্রার্থী দেবহাটা উপজেলা উপ-নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। আমরা আশা করি প্রার্থীরা নির্বাচনি আচরণ বিধি মেনে ভোটার কার্যক্রম পরিচালনা করবেন’। উল্লেখ্য, চলতি মাসে ধানমন্ডী দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনর কার্যালয় হতে আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মনি, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য রফিকুল ইসলাম, আব্দুল গণির মেজ পুত্র আব্দুর ছাত্তার রনি ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। গত ১৩ নভেম্বর দলীয় ফোরামের সর্বসম্মতিক্রমে দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানকে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে মনোনীত করেন। উল্লেখ্য গত ৭ই আগস্ট-২০২০ করোনায় আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় আগামী ১০ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version