Site icon suprovatsatkhira.com

দেবহাটায় একীভূত শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একীভূত শিক্ষা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা (এনইউএস),র আয়োজনে এবং ডিআরআরএ’র আর্থিক সহযোগিতায় দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পারুলিয়া, সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একীভূত শিক্ষা বিষয়ে মতবিনিময় সভাটি পরিচালনা করেন নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা (এনইউএস),র প্রাইড প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এসএম মুজিবর রহমান। একীভূত শিক্ষা বিষয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহাজান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো: মঞ্জুরুল আলম। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পারুলিয়া জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোস, দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খায়রুল আলম, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছলিমুল্লাহ, পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জিয়াদ আলী, উত্তর সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহান-আরা খাতুন, সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালি মুখার্জি, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন আলী, হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, নাজিরের ঘের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান আলী, ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তালিম হোসেন, ইদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার মন্ডল, উত্তর আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোষ কুমার ঘোস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাইড প্রকল্পের কমিউনিটি মবিরাইজার সুবর্না পারভীন এবং কিশোরী প্রকল্পের উপজেলা সুপারভাইজার নজিফা খাতুন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version