Site icon suprovatsatkhira.com

দেবহাটায় উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটি ও পিসক্লাব সদস্যদের সংলাপ

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় উগ্রবাদ প্রতিরোধে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও পিসক্লাব সদস্যদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জন সম্পৃক্ত করণ) প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পিস কনসোর্টিয়াম প্রকল্পের প্রকল্প পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু, প্রোজেক্ট কো-অর্ডিনেটর গোলাম কিবরিয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তরের প্রতিনিধি তহিদুজ্জামান (তহিদ)। অনুষ্ঠানে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, পিসক্লাবের সদস্য যুব-তরূণ সহ মোট ৩০ জন অংশ নেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version