তালা প্রতিনিধি : তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন তালা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী বান্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি পালন শুরু হয়। ওই সময় নিজেদের দাবি তুলে বক্তব্য রাখেন স্বাস্থ্য-কর্মীরা। এ সময় বক্তারা স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের জোরালো দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/