Site icon suprovatsatkhira.com

জেলা মহিলা সংস্থার মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা মহিলা সংস্থার তথ্য আপা কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় সদরসহ উপজেলার সাত জন তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন, সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা। “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে” করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার তথ্যসেবা কর্মকর্র্তা শিরিন শিলা, সদর কর্র্র্মকর্তা হীরা খাতুন, কলারোয়া কর্মকর্র্তা অনিমা রানী, আশাশুনি কর্র্মকর্র্তা রিপা শাহরিন, তালা কর্মকর্র্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মুক্তি রানী ঘোষ, কালিগঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) রাবেয়া বশরী, দেবহাটা তথ্য কর্র্মকর্তা ডালিয়া পাারভিন ও দেবহাটা সহকারী তথ্যসেবা কর্র্মকর্তা কাইসুন নেছা।
এছাড়া, অনুষ্ঠানে তথ্যসেবার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্র্তা শেখ মোখছেদ আলি ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো: মোতাছেম বিল্লাহ। অনুষ্ঠানে তথ্য আপা ডিজিটাল গড়ার লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version