Site icon suprovatsatkhira.com

গাবুরায় দুই বছর ধরে খেজুর গাছের গুঁড়ির উপর দিয়ে ৬ গ্রামের মানুষের চলাচল

হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে দীর্ঘ দুই বছর পূর্বে ভেঙে যাওয়া একটি কালভার্টে দুইটি খেজুর গাছের গুঁড়ি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ৬ গ্রামের মানুষ। এছাড়া শত শত বিঘা মৎস্য ঘেরের মাছ কলবাড়ি বাজারে নেওয়ার একটি মাত্র পথে ওই ভাঙা কালভার্টের কারণে সাধারণ পথচারীদের পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে ঘের ব্যবসায়ীরাও। স্থানীয় ঘের ব্যবসায়ী তহিদুল ইসলাম জানান, ‘গাবুরা ইউনিয়ন থেকে শ্যামনগরে যাওয়ার পথে এই ভাঙা কালভার্ট দিয়ে চাদনীমুখা, লক্ষীখালী, পাশ্বেমারী, ৯নং সোরা গ্রাম, ১০নং সোরা গ্রাম ও ডুমুরিয়া চকবারা এলাকার মানুষের যাতায়াত। কালভার্টটি দীর্ঘ দুই বছর পূর্বে ভেঙে গেলেও সংস্কার না করায় স্থানীয়দের উদ্যোগে দুই খেজুর গাছের গুঁড়ি দিয়ে অনেক ঝুঁকি নিয়ে ইউনিয়নের ৬ গ্রামের মানুষ চলাচল করে আসছে। তাছাড়া কলবাড়ি বাজারে মাছ নিয়ে যেতে আমরা প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছি’। মোটরসাইকেল চালক আব্দুল সাত্তার রনি জানান, ‘এই রাস্তা দিয়ে আমরা হরিশখালি থেকে পাশ্বেমারী যাত্রী নিয়ে চলাচল করি। আমি কয়েকবার মোটরসাইকেল পার করতে গিয়ে পানিতে পড়ে গেছি। তারপরও জীবিকার তাগিদে অনেক ঝুঁকি নিয়ে খেজুর গাছের গুঁড়ির উপর দিয়ে চলাচল করি’। এ ব্যাপারে গাবুরা ইউপি চেয়ারম্যান জি,এম মাসুদুল আলম জানান, ‘প্রাথমিক পর্যায়ে খেজুর গাছের কাঠ ও তক্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে স্থানীয়রা। অতি দ্রæত ভাঙা অংশটি মেরামতের সু-ব্যবস্থা করা হবে’। তবে জনস্বার্থে ভাঙা কালভার্টের স্থলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নতুন কালভার্ট দাবি করেছে ইউনিয়নের ৬ গ্রামের ভুক্তভোগী এলাকাবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version