Site icon suprovatsatkhira.com

কুশুলিয়ায় ফুটবল টুর্নামেন্টে মিতালী সংঘ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের কুশুলিয়ায় চার দলীয় লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে কুশুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। কুশুলিয়া কসমস ক্লাব আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে উত্তরশ্রীপুর ফুটবল একাদশ ও পিডিকে মিতালী সংঘের মধ্যকার খেলার প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে উত্তরশ্রীপুর ফুটবল একাদশ এগিয়ে গেলেও পিডিকে মিতালী সংঘ পরপর দুই গোল করে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন পিডিকে মিতালী সংঘের ৬নং জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় চোকো। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, আব্দুর রাশেদ ও সুকুমার দাশ বাচ্চু।
রেডিও ধ্বনি ৯১.২ এফএম’র ধারাভাষ্যকার ইসলাম হোসেন মিলনের ধারা বর্ণনায় ও মিজানুর রহমানের সঞ্চালনায় এবং কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, পিপলস ইউনিভার্সিটির প্রভাষক মো. অহিদুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নূর আহমেদ রনি প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version