Site icon suprovatsatkhira.com

কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেষ্টায় হারানো টাকা ফিরে পেল এক ব্যক্তি

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের মাইকিং এর পরে হারানো টাকা ফেরত পেল এক ভুক্তভোগী। জানা যায়, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় সদর উপজেলার গয়েশপুর গ্রামের আবুল হোসেনের পুত্র শিমুল হোসেন মৎস্য সেটের মাছ বিক্রয় করে ২৭ হাজার ৯শ’ টাকা নিয়ে কুলিয়া বাজারে যায়। এ সময় বাজারে মোশারাফের সবজি দোকানে সবজি কিনতে গেলে তার কাছে থাকা ২৭ হাজার ৯শ’ টাকা উক্ত দোকানের সামনে পড়ে যায় এবং দক্ষিণ কুলিয়া এলাকার আবদার মোড়লের ছেলে আমিনুর মোড়ল টাকা গুলো পায়। পরে সবজি বিক্রেতা মোশারাফ ও আমিনুর মোড়ল টাকা গুলো কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের কাছে হস্তান্তর করে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম টাকার প্রকৃত মালিককে টাকা ফেরত দেওয়ার লক্ষে নিজ উদ্যোগে এলাকায় মাইকিং করে। তার মাইকিং করাকে কেন্দ্র করে প্রকৃত টাকার মালিক জানতে পারে। পরবর্তীতে রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় ভুক্তভোগী টাকা হারানোর প্রমাণসহ কুলিয়া ইউনিয়ন পরিষদের হাজির হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম টাকা গুলো তার কাছে হস্তান্তর করেন। হারানো টাকা ফেরত পেয়ে উচ্ছ¡সিত শিমুল বলেন, বর্তমান সময়ে আমিনুর মোড়লের মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি হারানো টাকা ফিরে পেতে সহযোগিতা করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তিনি ধন্যবাদ জানান। এদিকে হারানো টাকা প্রকৃত মালিককে খুঁজে বের করে ফেরত দেওয়ায় এলাকার মানুষের কাছে প্রশংসায় ভাসছে কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। টাকা হস্তান্তরের সময় সেখানে কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্য ভরত চন্দ্র, বিকাশ সরকার, সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা সরদার মিঠুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version