Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে সহকারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কালিগঞ্জ উপজেলা শাখার ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হচ্ছে। স্বাস্থ্য পরিদর্শক জি এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী আবু সাঈদের সঞ্চালনায় বক্তারা, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০২০ সালে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রæতি-স্বাস্থ্য পরিদর্শক -১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবি করেন। পরবর্তীতে ১১ সদস্য বিশিষ্ট স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন দাবি বাস্তবায়ন কমিটি গঠিত হয়। কমিটির প্রধান সমন্বয়ক মনোনীত হয়েছেন আব্দুল জলিল, সহকারী সমন্বয়ক আবু সাঈদ, সদস্য সচিব মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক মনিন্দ্র হাজরা, উপদেষ্টা প্রশান্ত সরকার, জিএম লুৎফর রহমান, সদস্য জালাল উদ্দীন, মোস্তফা জামান, হাসনা হেনা, শেখ নাজিম উদ্দীন ও ফিরোজা পারভীন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version