Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে গ্রাম ডাক্তার সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে গ্রাম ডাক্তার সম্মেলন-২০২০ ও রিফ্রেশার্স ট্রেনিংয়ের সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি গ্রাম ডা. এনায়েত আলী খানের সভাপতিত্বে এবং ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন কালিগঞ্জ শাখার সাবেক সহ-সভাপতি গ্রাম ডা. মিলন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডা. আব্দুল বারী খান। বিশেষ অতিথি ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি গ্রাম ডা. মিজানুর রহমান ডাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রাম ডা. শেখ মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমা গাইন প্রমুখ। পরে সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে গ্রাম ডা. আব্দুল মোমেনকে সভাপতি, গ্রাম ডা. মিলন কুমার ঘোষকে সাধারণ সম্পাদক এবং গ্রাম ডা. তাপস কুমার মন্ডলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৩ সদস্যবিশিষ্ট উপজেলা আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি কালিগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। পরে উপস্থিত গ্রাম ডাক্তারদের মাঝে রিফ্রেশার্স ট্রেনিংয়ের সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেড় শতাধিক গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version