Site icon suprovatsatkhira.com

কারেন্ট পোকায় আমন চাষিদের হাসি বিলিন

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় পাকা রোপা আমন ধান দেখে বাম্পার ফলনের আশায় যেমন বুক বাঁধছেন তেমনি কারেন্ট ও ছড়িকাটা পোকার আক্রমণ নিয়ে শঙ্কায়ও রয়েছেন ইউনিয়নের কৃষকরা। বুধবার (২৫ নভেম্বর) সরেজমিনে খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা, খালিয়া, ফটিকখালী, গজুয়াকাটি, গদাইপুর, রাউতাড়া গ্রাম ঘুরে দেখা গেছে মাঠ ভরা আমন ধান। চারিদিকে কাঁচা-পাকা ধানের মৌ মৌ গন্ধে এবং পাখির কলকাকলিতে মুখরিত গ্রামাঞ্চল। কৃষকদের অক্লান্ত পরিশ্রম আর প্রাকৃতিক পরিবেশ অনুকুলে থাকায় তাদের সোনার ধানকে বিনষ্ট হতে দেয়নি। তবে ফসল তোলার সময় হঠাৎ বৃষ্টি আর প্রাকৃতিক পরিবেশ প্রতিক‚লতার দিকে ধাবিত হওয়ায় কারেন্ট ও ছড়িকাটা পোকার আক্রমণ কিছু কিছু জমিতে লক্ষ্য করা যাচ্ছে। আশাশুনি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, খাজরা ইউনিয়নে এবার চলতি মৌসুমে ১৯শ ৫০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্য মাত্রা ধরা হলে ২হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। ইউনিয়নের একাধিক কৃষক জানান, এবার প্রতি বিঘা জমি আবাদ করতে ৫হাজার থেকে ৭হাজার টাক খরচ হয়েছে। বিঘা প্রতি ১৫মন ধান আশা করছি। এরপর আর যদি কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটে তাহলে আমরা আমন ধানের বাম্পার ফলন আশা করছি। সেই সাথে আমাদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের নিবিড় পর্যবেক্ষণ কামনা করছি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আশাশুনি কৃষি অফিসের মাধ্যমে খাজরা বøকে রোপা আমন ধানের বীজ,সার,কীটনাশক থেকে শুরু করে ফসল কৃষকের ঘরে তোলা পর্যন্ত সব সময় পরামর্শ দিয়ে আসছে। সময় মত কৃষকের বীজ সরবরাহ নিশ্চিত করেছে। ন্যায্য মূল্যে কৃষকের ধান ক্রয় করা হবে বলে আশা রাখি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version