কলারোয়া (পৌর) প্রতিনিধি : কলারোয়া পৌর সদরের প্রধান সড়কে চলমান সংস্কার কাজের ধীরগতির কারণে ধুলা-বালির তান্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে পার্শ্ববর্তী ব্যবসায়ী ও পথচারীরা। পথচারীরা রাস্তায় মুখ চেপে চলাচল করলেও পোশাক হয়ে যাচ্ছে ধূসর বর্ণের। পাশাপাশি সড়কের পার্শ্ববর্তী ব্যবসায়ীরাসহ খাদ্য দ্রব্য ও ব্যবসায়িক পণ্য ধুলার আবরণ থেকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে। নোংরা হচ্ছে দোকানের পরিবেশ সাথে সাথে বাড়ছে হাঁপানি ও শ্বাসকষ্টের রোগীদের ভোগান্তি। প্রতিনিয়ত ধুলা-বালির সাথে যুদ্ধ করে রাস্তায় চলাচল আর ব্যবসা পরিচালনা করতে দিশেহারা সবাই। সড়কের পার্শ্ববর্তী ব্যবসায়ীরা জানান, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান সকাল-বিকাল ট্রাকে করে রাস্তায় পানি ছিটিয়ে দিলেও কিছুক্ষণের মধ্যে তা শুকিয়ে আবারও ধুলা-বালি উড়তে শুরু করছে। রাস্তা দিয়ে যখন ভারী যানবাহন চলাচল করছে তখন দুই হাত দুরের কিছুই দেখা যাচ্ছে না ধুলার কারণে। এ অবস্থা চলতে থাকলে এ এলাকার বেশিরভাগ মানুষ হাঁপানি-অ্যাজমা রোগে আক্রান্ত হতে পারে’। অতি দ্রæত যাতে রাস্তা সংস্কারের কাজ শেষ হয় সে বিষয়ে সড়ক ও জন পথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
কাজে ধীর গতি: কলারোয়ায় প্রধান সড়কে ধুলা বালির তান্ডব
https://www.facebook.com/dailysuprovatsatkhira/