Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার : কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুরে রাস্তা নির্মাণের কাজে নি¤œ মানের আমা ইট খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৯নং রামকৃষ্ণপুর ৯২০ মিটার রাস্তা নির্মাণে নি¤œ মানের আমা ইট খোয়া ব্যবহার করা হচ্ছে। এলজিইডি অফিস সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর ৯২০ মিটার রাস্তা নির্মাণে ৭৬ লক্ষ টাকা বাজেটে কলারোয়ার মের্সাস শহীদ এন্টারপ্রাইজকে গত ১১ মে কাজ শেষ করার তাগিদ থাকলেও বর্তমানে নভেম্বর মাসের কাজ শুরু হয়েছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে রাস্তার কাজ শুরু হলেও এতে ব্যবহার হচ্ছে নি¤œ মানের আমা ইট খোয়া। আমরা ঠিকাদার শহীদকে বলেছি কিন্তু সে এর কোন ব্যবস্থা নেয়নি। পরে আমরা কলারোয়া এলজিইডি অফিসে মৌখিক অভিযোগ করেছি। এখনও পর্যন্ত কারো টনক নড়েনি।
এ বিষয় সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক হুমায়ূন কবির মিন্টু বলেন, ‘আমা ইট খোয়া দ্বারা রাস্তা নির্মাণ করলে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়বে। তাই সিডিউল অনুযায়ী সঠিক মানের ইট খোয়া দ্বারা রাস্তা নির্মাণ কারার দাবি জানাচ্ছি’। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস শহীদ এন্টারপ্রাইজের প্রো. শহীদ জানান, ‘এই রাস্তা নির্মাণে সর্বমোট ৩ লক্ষ ইট লাগবে কিন্তু বর্তমানে ২৫ হাজার ইটের ব্যবহার করেছি এতে আমা ইট খোয়া বাদ দিয়ে কাজ করব’।
কলারোয়া এলজিইডি প্রকৌশলী মো. নাজিমুল হক বলেন, ‘স্থানীয় অভিযোগ পেয়ে আমার প্রতিনিধিকে দিয়ে তদন্ত করিয়ে এর আংশিক সত্যতা পেয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমা ইট খোয়া বাদ দিয়ে কাজ করার কথা বলা হয়েছে। তবে নিয়মের বাইরে কাজ করলে অফিসিয়াল ভাবে ব্যবস্থা নেওয়া হবে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version