Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক পরিধান না করার অপরাধে ১১ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা পৌর সদরের চৌরাস্তা মোড়সহ বিভিন্ন বিপনি-বিতানে ওই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাস্ক পরিধান না করার অপরাধে ক্রেতা-বিক্রেতাসহ ১১ জনকে সংশ্লিষ্ট ধারায় ৭টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ২ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
আদালতকার্যে সহযোগিতা করেন বেঞ্চ সহকারি এম এ মান্নান ও থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, করোনা ভাইরাস (কোভিড-১৯)’র দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা ব্যাপি মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version