নভেম্বর ১০, ২০২০
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাঠে নেমেছে জেলা প্রশাসন
ডেস্ক রিপোর্ট : আসন্ন শীতকালে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে নেমেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে উৎসাহ দেন। মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহার নেতৃত্বে শহরের খুলনা রোড মোড় সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় মাস্ক বিহীন ঘোরাফেরা করার অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়। পাশাপাশি অসংখ্য মানুষের মাঝে মাস্ক প্রদান করা হয়। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহারের জন্য উপজেলা ব্যাপী প্রচারণা শুরু করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী। এ প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন শীত মৌসুমে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার শঙ্কা আছে। সরকার ইতিমধ্যে সবার জন্য মাস্ক ব্যবহার জরুরী ঘোষণা করেছে। তাছাড়া মাস্ক ছাড়া সেবা প্রদান নিষিদ্ধ করেছেন। দেশ ও নিজেকে সুরক্ষার জন্য মঙ্গলবার মাইকিং করে মাস্ক ব্যবহারের নির্দেশ দেন ইউএনও। এছাড়া আশাশুনিতে স্বাস্থ্য বিধি মেনে না চলায় ৫ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে আশাশুনি সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতান। এ সময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করা এবং অযথা বাইরে ঘোরাফেরা করে জনসমাগম সৃষ্টির দায়ে বিজ্ঞ আদালতে পৃথকভাবে ৫ ব্যক্তিকে ৮শ’ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার মোট ৩২টি মামলায় ১৪ হাজার ৪শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া করোনাকালীন সময়ে সাতক্ষীরা জেলায় মোট ৩ হাজার ৩ম’ ৯০টি মামলায় ৫৩ লক্ষ ৭শ’ ৭৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 8,425,678 total views, 9,451 views today |
|
|
|