Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিকেন্দ্রীকৃত পর্যবেক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টা উপজেলা পরিষদের সভা কক্ষে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশন সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও সকল ইউপির গ্রাম আদালত সহকারীগণ। প্রকল্পের জেলা সমন্বয়কারী জহির উদ্দীনের উপস্থাপনায় প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ইউএনডিপির জেলা সমন্বয়কারী এস এম রাজু জবেদ। সমাপনীতে বক্তব্য রাখেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version