Site icon suprovatsatkhira.com

আদালতের কাঠগড়া থেকে পালিয়ে পুলিশের খাঁচায় ওমর ফারুক

নিজস্ব প্রতিনিধি : প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগের মামলায় আদালতের কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি ফাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. এর ম্যানেজার ডা. ওমর ফারুক অবশেষে পুলিশের খাঁচায় বন্দী হয়েছেন। গত ১৯/০১/২০২০ তারিখে সি.আর -৬৪০/১৬ (৭) ও ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারার মামলায় আদালতে হাজির হলে তার বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদন্ড ও গ্রাহকদের সমুদয় টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। এ সময় ম্যানেজার ডা. ওমর ফারুক সুযোগ বুঝে আদালতের কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যায়। আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি ওমর ফারুকের। অবশেষে পুলিশের খাঁচায় বন্দী হয়েছেন তিনি। এর আগে তাকে গ্রেফতার করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। কিন্তু সুচতুর ডা. ওমর ফারুক গা ঢাকা দেয় তার শ্বশুর বাড়ি যশোরের মনিরামপুরে। উল্লেখ্য শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার ফাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. এর ম্যানেজার ডা. ওমর ফারুক, জাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম তিন সহোদর দীর্ঘদিন ধরে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় তারা পলাতক ছিল। অবশেষে শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের মনিরামপুর থানা পুলিশ তিন সহোদরের একজন ফাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ লি. এর ম্যানেজার ডা. ওমর ফারুককে যশোরের মনিরামপুর তার শ্বশুর বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সাতক্ষীরা সদর থানা পুলিশের নিকট আসামি ডা. ওমর ফারুককে হস্তান্তর করে। সাতক্ষীরা সদর থানা পুলিশের এএসআই মনিরুল ইসলাম পলাতক আসামি ওমর ফারুককে রবিবার (০১ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন। ওমর ফারুক গ্রেফতার হওয়ায় ভিক্ষুক থেকে শুরু করে চায়ের দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছে এবং আদালতের মাধ্যমে তাদের পাওনা টাকা ফেরত পেতে আদালতসহ সংশ্লিষ্টদের প্রতি আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version