নভেম্বর ৮, ২০২০
অভাব অনটনকে দু’পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছে অনূর্ধ্ব ১৪ দলের মেয়েরা
ডেস্ক রিপোর্ট : অভাব অনটনকে দু’পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরার অনূর্ধ্ব ১৪ দলের মেয়েরা। ইতোমধ্যে কুষ্টিয়া জেলাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (০৮ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেসক্লাব সভাপতি জি,এম নূর ইসলাম। উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সাপ্তাহিক মুক্ত ম্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এম রফিক, এম ঈদুজ্জামান ইদ্রিস, অসীম বরণ চক্রবর্তী, শেখ আমিনুর রশিদ সুজন, খন্দকার আনিসুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরার মাসুদুর জামান সুমন প্রমুখ। অনুষ্ঠানে দলের প্রশিক্ষক খন্দকার আরিফ হাসান প্রিন্স কান্নাজড়িত কণ্ঠে বলেন, সাতক্ষীরার মেয়েরা অনেক অভাব অনটনের মধ্য দিয়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত¡াবধানে অনূর্ধ্ব ১৪ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে ৬ দলের খেলায় অংশগ্রহণ করে। গত ৬ নভেম্বর শুক্রবার কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুষ্টিয়া জেলা দলকে ২/১ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হয়। তিনি বলেন, খুব শীঘ্রই ৮টি দলে গ্রæপ লীগ পর্যায়ে রাজধানী ঢাকায় মেয়েদের ফুটবল খেলায় সাতক্ষীরার মেয়েরা অংশগ্রহণ করবে। 8,425,816 total views, 9,589 views today |
|
|
|