নভেম্বর ৫, ২০২০
সরকারি কেবিএ কলেজে শিক্ষকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি : সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের শিক্ষকবৃন্দের সাথে দেবহাটা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ নভেম্বর) বাদ জোহর সরকারি খানবাদুর আহছানউল্লা কলেজের আইসিটি রুমে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাবীর হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক (মাধ্যমিক) সুপার ভাইজার মিজানুর রহমান। আলোচনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনিরুজ্জামান মহসিন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক ও কলেজ টিসার্চস কাউন্সিলের সদস্য সচিব মইনুদ্দিন খান। এ সময় কলেজের প্রায় সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। একই দিন সকাল ১০:৩০ টায় কলেজের সার্বিক বিষয় নিয়ে টিসার্চস কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা সাবীর হোসেনের সভাপতিত্বে এক পর্যায়ে দেবহাটা উপজেলায় নবাগত ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 9,013,420 total views, 10,643 views today |
|
|
|