Site icon suprovatsatkhira.com

সমাজ উন্নয়নে যুবকরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে- এমপি রবি

রাকিবুল ইসলাম : ‘মুজিববর্ষের আহŸান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, সনদ পত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ নভেম্বর) সকাল ১০টায় যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘দেশের বিভিন্ন অঙ্গণসহ সমাজ উন্নয়নে যুবকরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর’র যুব ভবন উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে সাতক্ষীরা থেকে হাজার হাজার যুবকরা প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়েছে। আমরা অতি অল্প সময়ে সব ভুলে যায়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশে যে ব্যাপক উন্নয়ন করেছে সেটা সকলের সামনে তুলে ধরতে হবে যুবকদের। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। মহান আল্লাহর রহমতে করোনাকালীন সময়েও বাংলাদেশের অর্থনীতি আজ ভাল অবস্থানে রয়েছে সেটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়। আগের সাতক্ষীরা আর আজকের সাতক্ষীরার মধ্যে অনেক পার্থক্য। মহামারি করোনা ভাইরাস আমাদের শিক্ষা দিয়েছে তা আমরা গ্রহণ করিনি। করোনার শিক্ষা গ্রহণ করলে মানুষ কোন অপকর্ম করতো না’। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের প্রিন্সিপাল প্রোফেসর এস.এম আফজাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল প্রমুখ। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদা জাহান মৌ ও শেখ কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কো-অর্ডিনেটর আশুতোষ কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাবে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, মাদক নিরাময় কেন্দ্র আদর এর পরিচালক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান তাজু, নব-দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক জেলার শ্রেষ্ঠ সংগঠন পুরস্কার প্রাপ্ত মো. বজলুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের আবুল কালাম, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দন হিমেল প্রমুখ। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ অনুষ্ঠানে ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ারকান্ডিশনিং, মডার্ণ অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি, পোশাক তৈরি বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। এসময় যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও যুব উন্নয়ন সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version