নভেম্বর ৫, ২০২০
শ্যামনগরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি
![]() নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে একই রাতে দুই বস্ত্রালয়ে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বিগত কয়েকদিন পূর্বে একই ভাবে একটি সমিতির ঘরে চুরি করে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বুধবার গভীর রাতে ভেটখালী বাজারের নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেসার্স মোল্ল্যা বস্ত্রালয় এবং মেসার্স ফরাদ বস্ত্রালয়ের ছাউনিকৃত অ্যালবেস্টারের চাল কেটে দুর্বৃত্তরা বস্ত্রালয়ের ভিতরে প্রবেশ করে নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মো. আনার হোসেন লালু ও মো. আফছার আলী মোল্ল্যা বলেন, ‘প্রতিদিনের ন্যায় তাহারা তাদের ব্যবসা শেষে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যায়। এ সুযোগে চোরের দল তাদের দোকানের অ্যালবেস্টারের ছাউনি কেটে দোকানের মধ্যে প্রবেশ করে ক্যাশবাক্স ভাঙচুর করে নগদ অর্থ সহ নতুন শাড়ি, লুঙ্গি, বোরকা সহ বিভিন্ন প্রকারের লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে আমরা আমাদের দোকান খুলতেই এ চুরির ঘটনা দেখতে পেয়ে সাথে সাথে সকলকে বিষয়টি অবগত করি’। তবে নৌ পুলিশ ফাঁড়ির পাশেই চুরির বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রকার মন্তব্য করতে শোনা গেছে। 9,104,846 total views, 8,985 views today |
|
|
|