নভেম্বর ৫, ২০২০
শ্যামনগরে গ্রীষ্মকালীন টম্যাটো আবাদ সম্প্রসারণে মাঠ দিবস
নিজস্ব প্রতিনিধি : উচ্চমূল্য সবজি গ্রীষ্মকালীন টম্যাটো চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে শ্যামনগরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাঠী গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা এ মাঠ দিবসের আয়োজন করে। পিবিআরজি, এনএটিপি ফেজ-২ পিআইইউ বিএআরসি’র অর্থায়নে বিনা উপকেন্দ্রর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিং মহাপরিচালক মীর্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিতত্ত¡ বিভাগীয় প্রধান ড. মো. মন্জুরুল ইসলাম, বিনা ময়মনসিং বৈজ্ঞানিক কর্মকর্তা, এআরই বিভাগ ও পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্পের সহযোগী প্রধান গবেষক মো. আল-আরাফাত তপু, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস.এম এনামুল ইসলাম, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম রেজা, বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন হোসেন, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহম্মেদ, শ্যামনগর উপ-সহকারী অফিসার মাহফুজুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার কামরুল হাসান প্রমুখ। মাঠ দিবসে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন উজ্জল হোসেন। এদিকে উপজেলার শংকরকাটি ও যাদবপুর গ্রামে ফার্মিং সিস্টেম গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কৃষকের জীবন যাত্রার মানোন্নয়নে হাঁস মুরগি পালন, মাছ চাষ, ফসল, গবাদি পশু পালন, শাক-সবজি চাষের মাধ্যমে মডেল গ্রাম তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। সেই নির্দেশনা অনুযায়ী কৃষকদের সহযোগিতার জন্য পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্পের আওতায় প্রকল্পগুলি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মাঠ দিবসে শতাধিক কৃষক -কৃষাণী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম রেজা। 8,423,385 total views, 7,158 views today |
|
|
|