Site icon suprovatsatkhira.com

শহরের আহ্ছানউল্লাহ সড়কে যানজট: জন-দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্রে কে বি আহ্ছানউল্লাহ সড়কটি সংস্কারের অভাবে জন-দুর্ভোগে পড়ছে এলাকার মানুষ ও পথচারী। সড়কটির শহরে বেশ পরিচিতি থাকলেও বর্তমানে সেটি যানজটের সড়কে পরিণত হয়েছে। সড়কের পাশে ড্রেনের উপরে ঢাকনা না থাকার কারণে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এ ছাড়া ওই সড়কের দু’পাশ দিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠায় প্রতিনিয়ত হচ্ছে যানজট। সকাল থেকে রাত পর্যন্ত অধিকাংশ সময় যানজটের সৃষ্টি হয়। কিন্তু দীর্ঘদিন রাস্তাটি সংস্কারের অভাবে পড়ে থাকলেও জনপ্রতিনিধিরা রাস্তার প্রতি কোনো গুরুত্বই দিচ্ছেন না। অবহেলায় রাস্তাটি খানাখন্দে পরিণত হয়েছে। বর্তমানে রাস্তাটিতে দুটি ভ্যান একসাথে ক্রসিং করতে পারে না। মূলত এলাকাটি আবাসিক। অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে সড়কটির বেহাল দশা। এছাড়াও সড়কের পাশ দিয়ে পানি নিষ্কাশনের ড্রেনটিও ঢাকনা বিহীন। এমন একটি জনবহুল সড়কের পাশে উন্মুক্ত ড্রেনেজ ব্যবস্থা দুর্ঘটনার জন্য হুমকি স্বরুপ। প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটতে দেখা যায়। দুর্গন্ধ ছড়াচ্ছে পচা ও ময়লা পানির।
একজন নিয়মিত পথচারী হাবিব উল্লাহ জানান, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। রাস্তায় যানজটের কারণে বেশি সমস্যায় পড়ি এবং পাশে ড্রেনেজ ব্যবস্থা দুর্গন্ধ হওয়ার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আর সকালে তো জ্যাম লেগে যায়।
সাতক্ষীরা অধিকাংশ সড়ক নির্মাণ হলেও এই সড়কটি নির্মাণের কোন প্রক্রিয়া দেখা যায়নি। কিন্তু সড়কটি শহরের ব্যস্ততম সড়ক গুলোর একটি। সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের আওতাভুক্ত সড়কটি কবে সংস্কার হবে তার নিশ্চয়তা কেউ দিতে পারেনি। অবহেলার কারণে সড়কটি সংস্কার হচ্ছে না এমন দাবি করেছেন এলাকার বাসিন্দারা। সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ মাহমুদ পাপা জানান, সড়কটি অতি দ্রæত সংস্কার করা হবে। আর ড্রেনের ঢাকনার বিষয়টি আগামীকাল দেখে পদক্ষেপ নেব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version