Site icon suprovatsatkhira.com

বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১ হাজার ৪শ’ ৬৪ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রাম ও শিকড়ি এলাকা থেকে এ ফেন্সিডিলের দুইটি চালান আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের কাশেমের ছেলে মিজান (২৯), একই এলাকার আফছার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০), বড় আঁচড়া গ্রামের মৃত. সিরাজ খালাসীর ছেলে আলী মোহন ও শিকড়ি গ্রামের মৃত. নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, মাদক পাচারের গোপন সংবাদে বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামের গলাচিপা পোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১ হাজার ৩শ’ ৯৪ বোতল ফেন্সিডিলসহ মিজান, মোহন ও জাহিদুরকে আটক করা হয়। অপরদিকে, শিকড়ি সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল সহ মিজানুরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version