Site icon suprovatsatkhira.com

বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বুড়িগোয়ালীনির আশ্রয়ণ প্রকল্প

গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি : নানা সমস্যায় জর্জরিত আর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে শ্যামনগর উপজেলার বুড়িগোলীনি আশ্রয়ণ প্রকল্প। ৪.৪৬ একর জমির উপর স্থাপিত বুড়িগোয়ালীনি আশ্রয়ণ প্রকল্পে ১শ’টি পরিবারের বসবাসযোগ্য হলেও বর্তমানে ৭৫টি পরিবার সেখানে অতি-কষ্টে বিরূপ পরিবেশে বসবাস করছে। তারা প্রকল্পের সংস্কারের দাবি জানিয়ে বলেন যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় সীমাহীন দুর্ভোগের কারণে আশ্রয়ণ প্রকল্প (ব্যারাক) ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন অনেকেই। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানায়, ২০০৯ সালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের চুনা নদীর তীরে নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্প (ব্যারাক)। নির্মাণ কাজ শেষে বাস্তুহারা ১শ’টি পরিবারের নিকট প্রকল্পের ঘর হস্তান্তর করা হয়। শুরুতেই প্রায় শত ভাগ পরিবার বসবাস করলেও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও নানান সমস্যা থাকায় অনেক পরিবার আশ্রয়ণ প্রকল্প ছেড়ে অন্যত্র চলে যায়। লবণাক্ততা ও সংস্কারের অভাবে বর্তমানে সবক’টি বসত ঘরে বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে জরাজীর্ণ ঘরে ৭৫টি পরিবার সীমাহীন দুর্ভোগের মধ্যে বসবাস করে আসছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রুহিতদাস সর্দার বলেন, আশ্রয়ণ প্রকল্প থেকে যাতায়াতের কোন ভাল রাস্তা নেই। বর্ষা হলে আকাশের পানি সব থাকে ঘরের ভিতরে। নেই স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা। টিন নষ্ট হয়ে যাওয়ায় এক ঘর থেকে অন্য ঘরের ভিতরে দেখা যায় সহজেই। ফলে পরিবার পরিজন নিয়ে অত্যান্ত দুঃখ কষ্টের মধ্যে আমরা অনেকগুলো পরিবার বসবাস করছি।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তপন মন্ডল বলেন, আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘর বসবাসের জন্য উপযোগী করতে দ্রæত সংস্কার, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। আশ্রয়ণ প্রকল্প সংস্কার বিষয়ে জানতে চাইলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অর্থাৎ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন, আশ্রয়ণ প্রকল্পের সমস্যা সমাধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রæত এই সমস্যা সমাধান হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version