Site icon suprovatsatkhira.com

ফেসবুকে ছবি ও অশ্লীল কথাবার্তা লিখে ম্যাসেঞ্জারে চেক দাবি করার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : ফেসবুকে ছবি ছেড়ে ও অশ্লীল কথাবার্তা লিখে ম্যাসেঞ্জারে অলিখিত চেক দাবি করার অভিযোগ উঠেছে কতিপয় ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শহরের কামালনগর এলাকায় মৃত মনোয়ার ইসলামের মেয়ে সিনথিয়া নির্ঝর সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় অনলাইনে ব্যবসা পরিচালনার নামে নানান ধরনের অশ্লীল কার্যকলাপ ও মেয়েদের উদ্যোক্তা বানাতে অতি উৎসাহী হয়ে কাজ করছেন কিছু ভুঁই-ফোঁড় অনলাইন শপ। প্রতিনিয়ত অনলাইন মাধ্যমে (ফেসবুকে) প্রতারণার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর রাতে আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের হামিদুল্লাহর ছেলে হাবিবুল বাসার ফারহাদ, দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান, কুখরালী গ্রামের সৌরভ ও রাজারবাগান এলাকার মো. ইমরান “অদ্ভুত ভালো ছেলে” নামীয় ফেসবুক আইডি থেকে সিনথিয়া নির্ঝরের ছবি পোস্ট করে অশ্লীল কথাবার্তা লেখে। পরবর্তীতে ফেসবুক ম্যাসেঞ্জারে সিনথিয়ার নামীয় অলিখিত চেক দাবি করে’। এ ঘটনায় ভুক্তভোগী জানান, বিষয়টি নিয়ে এখনই যদি আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এ ধরনের বøাকমেইল আরো বৃদ্ধি পাবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version