নভেম্বর ৪, ২০২০
ফুটবলে ঈশ্বরীপুরকে হারিয়ে ফাইনালে হাজিপুর
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে শোভনালী ইউনিয়নের সরাফপুরে ২য় স্বর্গীয় কার্তিক চন্দ্র দাশ স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-৪ গোলে হারিয়ে হাজীপুর ইয়াং স্টার ক্লাব ফাইনালে উন্নীত হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) বিকালে সরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরাফপুর অগ্রণী যুব সংঘের আয়োজনে বিশিষ্ট শিল্পপতি রাজ্যেশ্বর দাশের পৃষ্ঠপোষকতায় ও শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরাপপুর অগ্রণী যুব সংঘের সভাপতি সঞ্জয় কুমার দাশের সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এ খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারেও হাজিপুর ইয়াংস্টার ক্লাব ৪-৩ গোলো ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন কবির হোসেন। সহকারী রেফারি ছিলেন অহিদুজ্জামান বাবলু ও এ রাহুল সরকার। আগামী ৯ নভেম্বর ফাইনালে হাজীপুর ইয়াংস্টার ক্লাব ও সাতক্ষীরা বিউটি খেলাঘর ফুটবল একাদশ মোকাবেলা করবে। মাঠে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আজহারুল ইসলাম, ইউপি সদস্য ও সরাফপুর অগ্রণী যুব সংঘের সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, ইউপি সদস্য আব্দুল আজীজ, আব্দুল হান্নান পাঁড়সহ শত শত দর্শকবৃন্দ। 8,703,066 total views, 5,398 views today |
|
|
|