দেবহাটা প্রতিনিধি : রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের দুর্নীতি-অনিয়মের নানা অভিযোগে আলোচিত সেই ম্যানেজার দিপঙ্কর ঘোষ বাবু ও তার সহযোগী অপর কর্মচারী উত্তম কুমারের বিরুদ্ধে গণ-স্বাক্ষরকৃত লিখিত অভিযোগ দায়ের এবং তাদেরকে অপসারণের দাবি জানিয়েছে এলাকাবাসী। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র সংলগ্ন টাউনশ্রীপুর ও শিবনগর গ্রামের অর্ধ-শতাধিক নির্যাতিতা অসহায় মানুষ উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের কাছে পর্যটন কেন্দ্রের ম্যানেজার তারাদাশ ঘোষের ছেলে দিপঙ্কর ঘোষ বাবু ও তার সহযোগী রাতারাতি অর্থ সম্পদের মালিক বনে যাওয়া অপর কর্মচারী নিত্য গোপাল ঘোষের ছেলে উত্তম কুমারের বিরুদ্ধে গণ-স্বাক্ষরকৃত লিখিত অভিযোগটি দায়েরসহ তাদেরকে অপসারণের দাবি জানান। দায়েরকৃত লিখিত অভিযোগে ভুক্তভোগীরা জানান, টাউনশ্রীপুর ও শিবনগর গ্রাম দুটির বহু পরিবারের গৃহপালিত ছাগল মাঝে মধ্যে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের মধ্যে ঢুকে পড়লে ম্যানেজার দিপঙ্কর ঘোষ এবং তার সহযোগী উত্তম ঘোষ ওই সকল পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন সময়ে মারপিট করতে উদ্যত হয়। অনেক সময় তারা এসব অসহায় পরিবারের ছাগলগুলো গায়েবও করে দেয়। তাছাড়া দিপঙ্কর ঘোষ ও উত্তম ঘোষের সহযোগিতায় প্রতিনিয়ত পর্যটন কেন্দ্রটির ভিতরে অসামাজিক কার্য-কালাপ এবং ফেন্সিডিল চোরাচালান সংঘটিত হচ্ছে। কিছুদিন আগেই রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ভিতর থেকে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৬৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের পুলিশ দিয়ে আটকে জেলের ঘানি টানানোর ভয়ও দেখায় ম্যানেজার দিপঙ্কর ঘোষ। এছাড়াও ম্যানেজার দিপঙ্কর ঘোষ ও তার লোকজন পর্যটন কেন্দ্রটির অভ্যন্তরে সরকারি প্রায় ২০ বিঘা বিস্তৃত অনামিকা লেকসহ একাধিক মৎস্য চাষযোগ্য সরকারি ঘের নামমাত্র মূল্যে অবৈধ পন্থায় লিজ নিয়ে ভোগদখলসহ পর্যটন কেন্দ্রটিকে সুকৌশলে শোষণ করে চলেছে এবং স্থানীয় বাসিন্দাদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে বলেও গণ-স্বাক্ষরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি প্রতিনিয়ত এলাকার সিংহভাগ মানুষ ম্যানেজার দিপঙ্কর ঘোষসহ তার লোকজনের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত ও হয়রানির শিকার হওয়ায় কর্মচারী নামধারী অসভ্য, অত্যাচারী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের অবিলম্বে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র থেকে অপসারণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এবং উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের কাছে দাবিও জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে গণ-স্বাক্ষরকৃত লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ম্যানেজার দিপঙ্কর ঘোষের বিরুদ্ধে এপর্যন্ত একাধিক লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগের তদন্তে শীঘ্রই তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি জেলা প্রশাসকের সাথে আলোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ম্যানেজারের বিরুদ্ধে নানা অভিযোগে গণ-স্বাক্ষর
https://www.facebook.com/dailysuprovatsatkhira/