নভেম্বর ১১, ২০২০
দেবহাটায় যুবলীগের বিক্ষোভ
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুবলীগ। বুধবার সন্ধ্যায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষের নেতৃত্বে পারুলিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নামে অপ-প্রচারকারী গাজী শহীদুল্যাহ, রাশেদুল ইসলাম, আব্দুল আজিজ ও অহিদুল ইসলামের বিরুদ্ধে ধিক্কার জনক নানা শ্লোগান দিয়ে প্রতিবাদ জানান নেতা-কর্মীরা। পারুলিয়া বাজার প্রদক্ষিণ শেষে মিছিলটি শহীদ আবু রায়হান চত্বরে এসে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, কৃষকলীগের সদস্য সচিব নির্মল কুমার মন্ডল, তাঁতী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সহ যুবলীগের প্রত্যেকটি ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 9,150,220 total views, 11,693 views today |
|
|
|