Site icon suprovatsatkhira.com

দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‌্যালি

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়াস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে মাদক বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার বহেরা বাজারে শহিদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে মাদক বিরোধী সাইকেল র‌্যালির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ। ‘মাদক কে না বলুন, জীবনকে সুন্দর করুন’ ¯েøাগানকে সামনে রেখে এবং দেবহাটা উপজেলাসহ সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে দেবহাটায় এই প্রথম সবচাইতে বড় মাদক বিরোধী প্ররোচনামূলক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও রাফসান গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান। আয়োজক কমিটির পরিচালক কাদের মহিউদ্দীনের সঞ্চালনায় মাদক বিরোধী র‌্যালিটি উদ্বোধনের পরে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, গাজীরহাট ও দেবহাটা উপজেলা সদরে পথ সভা অনুষ্ঠিত হয়। এ সকল পথ সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। সকল পথসভায় কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম পারুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, দেবহাটা উপজেলা আওয়ামী নেতা আনোয়ারুল হক, দেবহাটা থানার এসআই হাসিনা খাতুনসহ বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। শেষে পারুলিয়ায় রায়হান চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এতে সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র। দৃষ্টিনন্দন এই র‌্যালিটি দেবহাটা থানার ৫টি ইউনিয়নের ৩০ কি.মি. পথ অতিক্রম করে। দেবহাটার বিভিন্ন এলাকা অতিক্রম করাকালীন সময়ে রাস্তার দুধারে শত শত নারী-পুরুষ দু’হাত নেড়ে র‌্যালিকে শুভেচ্ছা জানান। সাইকেল র‌্যালিতে ফেয়ার মিশনের ৩শ’ সাইক্লিস্ট অংশগ্রহণ করে। র‌্যালি, পথসভা ও উদ্বোধনি অনুষ্ঠান ফেয়ার মিশন ফেইসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আয়োজক কমিটির পরিচালক কাদের মহিউদ্দীন সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version