Site icon suprovatsatkhira.com

দেবহাটায় পানির প্লান্ট স্থাপনের জায়গা পরিদর্শন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় সুপেয় পানি সরবরাহের লক্ষে পানির প্লান্ট স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার নাংলা বাজারে ৫টি গ্রামে খাবার পানি সরবরাহের জন্য পানির প্লান্ট স্থাপনের জায়গা নির্ধারণের জন্য জায়গা পরিদর্শন করেন। জায়কার বাস্তবায়নে ইউজিডিপি এর প্রোজেক্টের অর্থায়নে ১৬ লক্ষ টাকা ব্যয়ে উক্ত পানির প্লান্টটি স্থাপন করা হবে। নাংলায় স্থাপনকৃত পানির প্লান্ট থেকে ঘোনাপাড়া, নওয়াপাড়া, ছুটিপুর, নাংলা ও বসন্তপুর এলাকার জনগণ সুপেয় পানি পান করতে পারবেন। নাংলা ছাড়াও টাউনশ্রীপুর বাজারে ও ঈদগাহ বাজারে প্রত্যেকটি ১৬ লক্ষ টাকা বরাদ্দে মোট ৩টি পানির প্লান্ট স্থাপন করা হবে। দীর্ঘদিন ঐ অঞ্চলের মানুষ সুপেয় পানির অভাবে দূর-দূরান্ত থেকে পানি এনে পান করেন। যার কারণে উপজেলা পরিষদের মাধ্যমে এবং জায়কার বাস্তবায়নে উক্ত পানির প্লান্ট স্থাপন করা হবে। পরিদর্শনকালে জায়কার ইউডিএফ তালিম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version